হাতে কাজ নেই! “আমার পরিবার কি করে চলবে? আমার রোজগার …”, ইন্ডাস্ট্রিতে কাজ না পাওয়ার আসল কারণ জানালেন সাগ্নিক চ্যাটার্জি

সাগ্নিক চ্যাটার্জি

ইন্ডাস্ট্রিতে অভিনয়ের পাশাপাশি শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই উৎসাহ থাকে নেটিজেনদের। এবারের তালিকায় অভিনেতা সাগ্নিক চ্যাটার্জি। শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। তারপরে সেভাবে আর কোন ধারাবাহিকে ধরা দেননি সাগ্নিক।

সম্প্রতি কাজের পরিমাণ কমছে, সুযোগ আসছে না, এমনটাই শোনা গেল সাগ্নিকের মতো একজন দক্ষ অভিনেতার মুখে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাগ্নিক জানিয়েছেন তার কাজ না পাওয়ার আসল কারণ। যা শুনে অবাক হয়েছেন অনেকেই।

জানান, ‘একবার এক ডিরেক্টরের কাছে জানতে চেয়েছিলাম কি সমস্যা হচ্ছে স্যার, আমি কাজ পাচ্ছি না কেন? আমাকে ডাকছেন না কেন? সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন তোমার সমস্যা হচ্ছে তুমি অফিসে আসো না, আমাদের সাথে সময় কাটাও না। আড্ডা দাও না। তখন আমি বলেছিলাম এসব করলে আমার পরিবার কি করে চলবে? আমার রোজগার আটকে থাকবে। এই কথা শুনে তিনি আমাকে বলেছিলেন তাহলে যাও সিরিয়ালে অভিনয় করো।’

‘তখনই আমি বুঝেছিলাম তেল দিতে জানতে হবে। অভিনয় করতে গেলে শুধুমাত্র ভালো অভিনয় জানা জানতে হবে তা নয়। ভালো পিআর থাকা কতটা জরুরি। সেজন্য আমি এখনকার সকল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বলি অভিনেতা অভিনেত্রী হতে গেলে শুধুমাত্র অভিনয় জানলেই হবে না সেই সঙ্গে শাহরুখ খানের মতো পিআর থাকতে হবে তাহলেই তুমি শাহরুখ খান হতে পারবে।’