বিনোদন জগতে অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই চর্চা হয়ে থাকে। এবারে সেই চর্চার তালিকায় অভিনেতা সাগ্নিক চ্যাটার্জি। দশ বছরের বৈবাহিক সম্পর্ক মোটেই সুখের হয়নি অভিনেতার। নেপথ্যে কারণ স্ত্রীয়ের পরকীয়া।
বিয়ের দশ বছর পর স্ত্রী শম্পা বন্দ্যোপাধ্যায়ের পরকীয়ার কারণেই দাম্পত্য জীবন সুখের হয়নি অভিনেতার। এই প্রসঙ্গে সাগ্নিক নিজেই এক সাক্ষাৎকারে বলেন, ‘যখন আমাদের সম্পর্ক ১০ বছর পূর্ণ হয় তারপরে আমি একদিন হঠাৎ জানতে পারি আমার স্ত্রীয়ের অন্য প্রেম রয়েছে। থাকতেই পারে ১০ বছর পর একটা মানুষকে ভালো নাই লাগতে পারে সেটা আমি একেবারেই স্বাভাবিকভাবে নিয়েছি। এটা আমার সাথেও হতে পারত। কিন্তু আমি চেয়েছিলাম আমার ছেলে মেয়েরা যাতে জানে তার বাবা-মা একসাথে আছে। তাই ওকে ডিভোর্স দিতে চাইনি আমি।’
‘কিন্তু ও চেয়েছিল যাতে ডিভোর্স হয়ে যায়, সেটাতেও সমর্থন করেছিলাম আমি। আমি শুধু ওকে একটা কথাই বলেছিলাম তুই ডিভোর্স নিয়ে নে, প্রেম করছিস কর কিন্তু ছেলে মেয়ে আমার কাছে থাকবে। যদি ছেলে মেয়েকে তুই নিয়ে যাস তাহলে আমার অন্য রূপ দেখতে হবে তোকে।’
অভিনেতার জীবনে ঘটে যাওয়া এত বড় একটা ঘটনা হয়ত অনেকেরই অজানা। কারণ ব্যাক্তিগত জীবনকে খুব একটা প্রচারে আনতে চাননি সাগ্নিক। দশ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টেনে সেই সময় ছেলে মেয়েকের নিজের কাছেই রেখেছিলেন সাগ্নিক।
শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অভিনয় করতে। তারপরে সেভাবে আর কোন ধারাবাহিকে ধরা দেননি অভিনেতা।