কাজের অভাব ইন্ডাস্ট্রিতে। পরিচালক অয়ন, অভিনেতা অনিন্দ্য চক্রবর্তীর পর আরও এক অভিনেতার হাতে কাজ নেই। ৩৪ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। গত ৬ মাস ধরে কোনও কাজ নেই তার হাতে। স্বাভাবিকভাবেই চরম অর্থকষ্টে ভুগছেন।
‘সাধক বামাক্ষ্যাপা’ খ্যাত উপেন ওরফে অভিনেতা অরুণ সাহা তার বর্তমান পরিস্থিতি কথা শেয়ার করে নিলেন প্রগতির বাংলা’র পেজে। ১৯৯০ সাল থেকে অভিনয় পেশার সাথে নিযুক্ত তিনি। এখনো পর্যন্ত ৪০ টি মেগা সিরিয়াল, ৩৫ টেলিফিল্ম, ৬ টি ফিচারস ফিল্মে কাজ করেছেন।
হৃদয় হরণ বিএ পাশ, গঙ্গারাম, সাধক বামাক্ষ্যাপা, খুকুমণি হোম ডেলিভারি, ভজ গোবিন্দ-র মতো একাধিক মেগা সিরিয়াল রয়েছে তার থলেতে। তবে একসময় চুটিয়ে কাজ করলেও গত ৬ মাস ধরে কাজের অভাবে আর্থিক সমস্যার মধ্যে কাটাচ্ছেন।
প্রগতির বাংলা’কে অভিনেতা অরুণ সাহা জানান, ‘ এই মূহুর্তে আমার হাতে কোনও কাজ নেই! অভিনয়ই আমার একমাত্র পেশা! একটি এন জি ও তে কিছু বাচ্চাদের নাটক শেখাই নামমাত্র সাম্মানিকে! সংসার চালাবার জন্য এখন হোম কিচেন বা ক্লাউড কিচেন করার কথা ভাবতে হচ্ছে! প্রচণ্ড অর্থাভাব! এই ইন্ডাস্ট্রিতে সিনিয়রিটির কোনও মূল্য নেই! তিলে তিলে পরিশ্রম করে আমি যে জায়গা করেছি, যে পারিশ্রমিক আমি পেতাম, এখন সেখানে সমঝোতা করে কাজ পেতে হয় কখনও তাতেও কাজ পাইনা! আরও মজার ব্যাপার লক্ষ্য করে থাকবেন, সিরিয়ালগুলোতে আজকাল বেশী বয়সী অভিনেতাদের ডাকাই হয়না প্রায়! দাদু, জ্যাঠার চরিত্র করেন ৫০-৫৫ বছর বয়সীরা! যাই হোক, এই সময়ে খুবই কঠিন অবস্থায় আছি।’