
আসছে ‘সাধক বামাক্ষ্যাপা’। এফভিএফ এবং হইচইয়ের ‘গল্পের পার্বণ ১৪৩২’ অনুষ্ঠানে সব্যসাচী চৌধুরী নিজেই ঘোষণা করেছিলেন যে বড়পর্দায় ফের তাকে সাধক বামাক্ষ্যাপা রূপে দেখতে চলেছে দর্শক।
তবে জানেন কি এই ছবিতে ‘মা তারা’-এর ভূমিকায় কাকে দেখা যাবে? আনন্দবাজার ডট কমের একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে এই ছবিতে মা তারার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ছোটপর্দার পায়েল দে কে। এর আগেও পায়েলকে দর্শকরা ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে মা কালীর ভূমিকায় দেখেছেন। এবার বড় পর্দায় দেবী তারা রূপে দেখা যাবে পায়েল কে। এই মুহূর্তে সান বাংলার ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকে আলো চরিত্রে অভিনয় করছেন পায়েল।
এর আগে সব্যসাচী চৌধুরীকে ছোট পর্দায় দর্শকরা ‘বামাক্ষ্যাপা’ রূপে ‘মহাপীঠ তারাপীঠ’-এ দর্শকরা দেখেছেন। ২০২২-এর ফেব্রুয়ারিতেই শেষ সম্প্রচারিত হয়েছিল জনপ্রিয় মেগা ‘মহাপীঠ তারাপীঠ’। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল।