গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যা চেষ্টার ঘটনার পর থেকেই সমাজমাধ্যমে বন্ধু সায়ক চক্রবর্তীকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দেবলীনাকে দেখতে হাসপাতালে যাওয়া থেকে শুরু করে পাশে থাকার ভিডিও ঘিরে একাংশ নেটিজেনের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে, যা ক্রমশ কুৎসিত মন্তব্যের দিকে এগোচ্ছে।
কেউ কেউ দাবি করেন, সায়ক নাকি অন্যের সংসারে হস্তক্ষেপ করছেন। যদিও সায়ক নিজেই স্পষ্ট করে জানিয়েছেন, দেবলীনাদের সঙ্গে তার সম্পর্ক শুধুই বন্ধুত্বের এবং এই বিষয়টি তার ভ্লগের দর্শকরাও দীর্ঘদিন ধরেই জানে। তবুও নেতিবাচক মন্তব্য থামেনি দর্শকের। দেবলীনার সঙ্গে নাকি পরকিয়া ছিল সায়কের এমনটাও শুনতে হচ্ছে সায়ককে।
এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তী। দেবলীনার সঙ্গে ভিডিওতে সমাজমাধ্যমে সায়কের একটি পোস্টের কমেন্ট সেকশনে দাদা সব্যসাচী করা ভাষায় লেখেন, দেবলীনা নন্দীকে নিয়ে আর কোনও ভিডিও, মন্তব্য কিংবা বাইট যেন প্রকাশ না করা হয়। এমনকি পুরনো ভিডিওতেও কোনও নেতিবাচক মন্তব্যের জবাব দিতেও বারণ করেন তিনি।
সায়কের দাদা সব্যসাচী লেখেন, “আজকের পর থেকে দেবলীনাকে নিয়ে কোনও কমেন্ট, কোনও বাইট, আপাতত কোনও ভিডিও আমি যেন না দেখি । সোশ্যাল মিডিয়া বৃহৎ খাপ পঞ্চায়েতের জায়গা । এখানে কলতলার ঝগড়া সবার জন্য নয় । যে যা বলার বলুক, আমি এটা নিয়ে তোর দিক থেকে আর একটা কিছু যেন না শুনি । কোনও নেগেটিভ কমেন্টের রিপ্লাই আর না । সব রাষ্ট্র যখন হচ্ছে, সবার সামনেই এই বারণটাও থাকল।”
দাদার এই প্রকাশ্য মন্তব্যে কোনরকম দ্বিমত না দেখিয়ে সায়ক লেখেন, ‘ঠিক আছে’। সায়ককে নিয়ে ওঠা বিতর্ক থেকে এবার নিজেকে সড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন সায়ক নিজেই। দেবলীনা নন্দীর সুস্থতা নিয়ে এখনও উদ্বেগ থাকলেও এই প্রসঙ্গে আর মাথা ঘামাবেন বলেই ঠিক করেছেন সায়ক।

