৩৯ বছরের সম্পর্ক! ‘আমি যখনই হোঁচট খাই ও ঠিক আমার হাতটা ধরে নেয় ‘… ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে আগলে রাখছেন সব্যসাচী

অভিনেত্রী মিঠু চক্রবর্তী

ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী মিঠু চক্রবর্তী। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। ক্যান্সার আক্রান্ত হওয়ার পরেই হরগৌরী পাইস হোটেল ধারাবাহিক ছেড়ে দেন মাঝপথে। চলছে কেমিও থেরাপি, থেরাপির জন্য চুল ছাঁটতে হয়েছে অভিনেত্রীকে।

যদিও মারণরোগের সাথে লড়াই করে সুস্থ জীবনে ফিরতে পেরেছেন অভিনেত্রী। এবার একটি অনুষ্ঠানের শেষে স্বামী সব্যসাচীর হাত ধরে হেঁটে বেরিয়ে যেতে দেখা গেল মিঠু চক্রবর্তীকে। আর সেখানেই তাকে সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা যায়।

তাদের দেখে সাংবাদিকরা প্রশ্ন করেন এইভাবে কত বছর একসঙ্গে রয়েছেন? অভিনেত্রী জানান, ‘আমি যখনই হোঁচট খাই ও আমার হাতটা ধরে নেয়। ঠিক প্রথম দিনের মতোই রয়েছে আমাদের সম্পর্ক। এরপরই সব্যসাচীকে বলতে শোনা যায় ‘ বর্তমানে হাত ধরাটা প্রয়োজনে’। তাদের একসঙ্গে এইভাবে কঠিন সময়ে পাশাপাশি দেখে বেশ খুশি হয়ে যান সকলে।