ছোটপর্দার পর এবার চুটিয়ে বড়পর্দায় কাজ করছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। একসময় ‘মহাপীঠ তারাপীঠ’, ‘রামপ্রসাদে’র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করে জিতেছেন দর্শকের মন।
তবে এবার একই চরিত্রে দেখা মিলবে তার। ছোটপর্দায় ‘সাধক বামাক্ষ্যাপা’ চরিত্রে অভিনয় করার পর আবার বড়পর্দায় একই চরিত্রে অভিনয় করতে চলেছেন সব্যসাচী। বড়পর্দায় এবার ‘সাধক বামাক্ষ্যাপা’ হচ্ছেন তিনি। তাহলে কি ইন্ডাস্ট্রিতে এবার ‘টাইপকাস্ট’ হয়ে যাচ্ছেন অভিনেতা?
আনন্দবাজার অনলাইনের তরফ থেকে সব্যসাচীর কাছে এমনটাই প্রশ্ন রাখা হয়। উত্তরে অভিনেতা এই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘চেনা চরিত্রে আরও একবার অভিনয় করলে সমস্যা কোথায়? বরং দর্শক তাড়াতাড়ি ছবি, চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে পারবেন। এটা ছবির ব্যবসার পক্ষে সুবিধাই হবে।’
পরিচালকের মতে, ‘এই মুহূর্তে সাধকের ভূমিকায় সব্যসাচীর মতো আর কেউ অভিনয় করতে পারবেন না। একই ভাবে ও আগেও এই চরিত্রে অভিনয় করায় সবটাই নখদর্পণে। যা আমাদের কাজে লাগবে। পাশাপাশি, এই চরিত্রে অভিনয়ের জন্য ওর জনপ্রিয়তা হেলাফেলার মতো নয়।’
সুত্রঃ https://www . anandabazar . com/entertainment/actor-director-sabyasachi-chowdhury-again-bamakhyapa-in-big-screen-dgtl/cid/1585580