“মা তুমি ঠিক কথাই বলেছিলে… আজ মায়ের কথা শুনলে হয়তো”, অভিনয় জীবন নিয়ে আক্ষেপ সব্যসাচীর

সব্যসাচী চৌধুরী

মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে বামাক্ষ্যাপা চরিত্রে অভিনয় করেই দর্শকমহলে বিশেষ নজর কেড়েছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। এছাড়াও অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার প্রেমিক হিসেবেও তার আলাদা পরিচয় রয়েছে।

অভিনেতা হিসাবে দর্শকমহলে ভালোবাসা পেলেও নিজের জীবনে নেওয়া একটি ভুল সিদ্ধান্তের জন্য আজও আফসোস রয়ে গেছে সব্যসাচীর। যার কারণে ভবিষ্যতে পস্তাতে পর্যন্ত হতে হয়েছে অভিনেতাকে। কি সেই সিদ্ধান্ত যার জন্য আজও ভুগতে হচ্ছে অভিনেতাকে?

কোন এক পডকাস্ট শোতে এসে সব্যসাচী জানিয়েছিলেন, “আমি যখন অভিনয় জগতে আসি, তারপর আমার মা আমাকে অনেকবার করে বলেছেন সরকারি চাকরির পরীক্ষা দিতে। রেল, ব্যাংক যেকোনো জায়গায় যেন আমি পরীক্ষা দি সেটা সবসময় মা চাইতেন। কিন্তু আমি সেইসময় কোনো কথা শুনিনি।”

“তারপর অনেকবার মনে হয়েছে সরকারি চাকরি করলে হয়তো আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেতাম। মায়ের কথা শুনলে হয়তো ভালো করতাম। মাকে জানিয়েছেছিলাম মা তুমি ঠিক কথা বলেছ। কিন্তু পরে আর নিজের সিদ্ধান্ত বদলায়নি।” ইতিমধ্যেই বড় পর্দাতে কাজ শুরু করেছেন সব্যসাচী। বর্তমানে নিজের কাজ নিয়েই ব্যস্ত অভিনেতা।