ছোটপর্দা থেকে বিরতি নিলেন ‘রামপ্রসাদ’ সব্যসাচী চৌধুরী

 সব্যসাচী চৌধুরী

‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিক জনপ্রিয়তার পিছনে মূল কারণ অভিনেতা সব্যসাচী চৌধুরী। তার হাত ধরেই এই ধারাবাহিক অন্য মাত্রা পেয়েছে। এরপর রামপ্রসাদ ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেতা। শোনা যাচ্ছে তিনি নাকি ছোট ছবি পরিচালনার কাজে নেমেছেন।

সিনেমা এবং ওয়েব সিরিজ আর পরিচালনা নিয়ে ভীষণ ব্যস্ত সব্যসাচী। কিন্তু ছোটপর্দা? দর্শক যে তার ফেরার অপেক্ষায় রয়েছেন। আবার কবে তাকে দেখা যাবে তাকে ছোটপর্দায়? এই নিয়েই মুখ খুললেন আনন্দবাজার অনলাইনের কাছে।

সব্যসাচী জানান, “অনেক ভেবেই আপাতত ছোট পর্দা থেকে বিরতি নিয়েছি। ধারাবাহিকে অভিনয় মানে সেখানে টানা সময় দিতে হয়। তখন আর অন্য কাজ করতে পারি না। আমাদের একটি ছোট দল আছে, ‘ন্যাড়া ছাদের গল্প’। সেখান থেকে ছোট ছোট ছবি তৈরি হয়েছে। প্রথম ছবি ‘নিষ্পত্তি’ ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে’।