‘মেয়ের মা মানে খারাপ…’, বিয়ে ভাঙার পর সুস্মিতার মাকে নিয়ে মুখ খুললেন সব্যসাচী চক্রবর্তী

সব্যসাচী চক্রবর্তী

টেলি পাড়ায় একের পর এক চর্চা। বিতর্ক যেন পিছু ছাড়ছে না। প্রথমে সুস্মিতা-সব্যসাচীর বিচ্ছেদ থেকে জিতু-দিতিপ্রিয়ার বিতর্ক একের পর এক জলঘোলা।

সায়ক চক্রবর্তীর দাদা সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর আর সুস্মিতা রায়ের বিচ্ছেদ হয়েছে প্রায় বেশকিছুদিন হল। তারা আলাদা আলাদা খুশি থাকতে চাইলেও নেটিজেনরা নানা ধরণের মন্তব্য করে চলেছেন।

তবে বিচ্ছেদের পর বেশি কটাক্ষ সহ্য করতে হচ্ছে অভিনেত্রী সুস্মিতা রায়কে। শুধু তাই নয় তার মাকে নিয়েও খারাপ মন্তব্য করছেন সকলে। এবার সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অভিনেত্রী প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী। তিনি জানান, ‘আমি শুনছি সুস্মিতার মাকে নিয়ে অনেকেই অনেক খারাপ খারাপ কথা বলছেন। আমি বুঝি না এটার কি দরকার। তার মা নিজের মত করে স্ট্রাগল করে আজ এই জায়গায় পৌঁছেছেন, মেয়েকে মানুষ করেছেন। মেয়ের মা মানেই খারাপ এই ধারণাটা ভীষণ অদ্ভুত। আমি একটা কথা ভীষণ স্ট্রিকলি মানি মেয়ের মা মানে খারাপ, এটা একেবারেই নয়। আবার ডিভোর্স ছেলেদের জন্যই হয়, ছেলেরাই খারাপ এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।’

সূত্রঃ https://binodonxp . com/entertainment/tollywood/sabyasachi-opened-up-about-sushmitas-mother-after-their-divorce-31208