‘একহাতে কখনই তালি বাজে না…’ প্রথমবার সুস্মিতার সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন সব্যসাচী চক্রবর্তী

সব্যসাচী চক্রবর্তী

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চায় রয়েছে অভিনেতা সায়ক চক্রবর্তীর পরিবার। সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তী আর বৌদি সুস্মিতা রায়ের বিচ্ছেদের খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ইদানীং প্রায় তাদের নিয়ে চর্চা হচ্ছে। এর আগে একাধিক বার সাক্ষাৎকারে সায়কের বৌদি সুস্মিতা ডিভোর্স নিয়ে মুখ খুলেছেন। তবে এই প্রথমবার ডিভোর্স নিয়ে সিটি সিনেমা কে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খোলেন সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তী।

হঠাৎ কি এমন ঘটল? কেন এই ডিভোর্সের চিন্তাভাবনা? সব্যসাচীর কথায়, ‘একহাতে কখনই তালি বাজে না। দুহাতেই গন্ডগোল ছিল। কিছু অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়েছিল। তা এমন পর্যায়ে হয়েছিল যে একসাথে আর থাকা যায়নি। অনেকেই আমাকে বলেছিল আরেকবার ভেবে দেখো, কিন্তু আমরা পারস্পরিক আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

বিচ্ছেদের সিদ্ধান্ত জানানোর জন্য সুস্মিতার জন্মদিনকেই কেন বাছলেন সব্যসাচী? সব্যসাচীর কথায়, ‘এদিন আমাদের একসাথে জন্মদিন সেলিব্রেট করতে না দেখলে অনেকে অনেক প্রশ্ন করত। তাই এদিনটাকেই বেছেনি।’

ডিভোর্স নিয়ে এর আগে সায়ক কিংবা সুস্মিতা মিডিয়াতে মুখ খুলেছে, বড় বড় হেডলাইন বেরিয়েছে, এই নিয়ে কিছু বলার নেই সব্যসাচীর? সব্যসাচী বলেন, ‘আমি হেডলাইন লিখি, হেডলাইনে আসার কথা নয় আমার। তাছাড়া সেলিব্রিটি ভাইয়ের দাদা কিংবা সেলিব্রিটি বউয়ের বড় হলে এটুকু তো আসতেই হবে।’ একেবারেই কি সেপারেট থাকার চিন্তা ভাবনা? সব্যসাচীর কথায়,’আপাতত তাই’।