বিজয়ী না হলেও সারেগামাপা শেষ হতেই নতুন শুরুর ঘোষণা করলেন ময়ূরী

ময়ূরী

তবে এবার জীবনে নতুন শুরু করতে চলেছেন ময়ূরী। নিজেই সেই সুখবর জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করে ময়ূরী জানান এবার থেকে শো এবং কনসার্ট করবেন। তাই তাকে যদি বুক করতে চান কেউ করতে পারেন।

ময়ূরীর এই ব্র্যান্ডের নাম ‘ময়ূরীর মন্ত্র’। ব্র্যান্ডের লোগোতে লেখা ‘জি-বাংলা ফাস্ট রানার আপ। সেই ছবি পোস্ট করে ময়ূরী লেখেন,  ‘নক নক! আপনারা সবাই তৈরি তো? এখনি আপনাদের সবার ডেট বুক করে নিন।’