এই মুহুর্তে বেঙ্গল টপার ধারাবাহিক জি-বাংলার পরিণীতা। ধারাবাহিকের গল্প সাথে রায়ান-পারুলের জুটির দুর্দান্ত পারফরম্য়ান্স রীতিমত তাক লাগিয়ে দিয়েছে দর্শকমহলে। ২০২৪ সালের ১১ই নভেম্বর থেকে পথচলা শুরু হয়েছিল পরিণীতার। দেখতে দেখতে এক বছর পার করল পরিণীতা।
শুরুতে অনেকেই ধারাবাহিকের গল্পকে বিশেষ পাত্তা দেয়নি। নতুন নায়িকা, তারপর আবার হিরোর রোলে উদয়, এই নিয়ে নেটিজেনদের সমালোচনাও কম ছিল না। এবার সিরিয়ালের বছরপুর্তিতেই নেটিজেনদের কটাক্ষের উচিত জবাব দিলেন রায়ানের দাদু, আশুতোষ বসু। আর এই চরিত্রে অভিনয় করছেন সুব্রত গুহ রায়।
এদিন ফেসবুক পোস্টে সুব্রতবাবু লেখেন, ‘প্রথমে মানুষজন ভালোবেসে নাম রেখেছিল ফ্লপনিতা…. বলেছিলো কে হিরো…উদয়? ও তো হিরোর ভাই করে…আর ওই নতুন মেয়েটা কি যেনো নাম…আবার বলিছে…করিছে করে কথা বলে…নিম ফুলের জায়গায় এটা কি আনলো জি…তারপর দেখতে দেখতে একবছর কেটে গেলো…’।
দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, ‘আজ আবার ১১ই নভেম্বর…এত মানুষের ভালোবাসা পেয়েছি যে বুকের ভেতরটা আলো হয়ে আছে…এভাবেই ভালোবাসবেন আমাদের যাতে বছরের পর বছর আপনাদের আনন্দ দিতে পারি…রায়ান আর পারুল কে আপনারা যে ভাবে আপনজন করে নিয়েছেন…পরবর্তী সময়েও যেন এভাবেই ওরা আপনাদের চোখের মণি হয়ে থাকতে পারে ..ভালো থাকবেন..পাশে থাকবেন’।

