চলতি সপ্তাহে জমজমাট পর্ব দেখিয়ে টিআরপির দ্বিতীয় স্থানে উঠে এসেছে জি-বাংলা মেগা ধারাবাহিক পরিণীতা। টিআরপি প্রকাশ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আবারো চ্যানেলের তরফ থেকে জমজমাট প্রোমো সামনে আনা হল।
যারা নিয়মিত এই ধারাবাহিকটি দেখেন তারা জানেন, রায়ান শিরিনের চোখের জলে সব ভুলে যায় এবং শিরিনের সাথে পারুলের বন্ধুত্ব করিয়ে দেয়। তবে শিরিন এত সহজে ভালো হওয়ার নয়। পরীক্ষার হলে পারুলকে মিথ্যা টুকলির অভিযোগে ফাঁসিয়ে দেয়। যদিও শিরিনের সেই প্ল্যান বিফলে যায়।
সদ্য প্রকাশ পাওয়া প্রোমোতে দেখা গেল শিরিনের সব ষড়যন্ত্র জেনে যায় রায়ান। পারুলের জন্মদিনে শিরিনকে উচিত শিক্ষা দেয় রায়ান। তবে আবার নতুন প্ল্যান খাটায় সে। ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার প্ল্যান করে। রায়ান তাকে বাঁচাতে গেলে পারুল আটকায়। তাহলে কি সত্যিই কি আত্মহত্যা করবে শিরিন আর পারুলকে ভুল বুঝবে রায়ান?