ফের স্টার জলসার পর্দায় ফিরছেন রুশা-ঋজু’র জুটি

রুশা-ঋজু

স্টার জলসার ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের কথা মনে আছে? নিশীথ ময়রা আর ঊষসী মিত্রের গল্প ২০১৩-২০১৬ পর্যন্ত পর্দায় আলোড়ন সৃষ্টি করেছিল। নিশীথ ময়রা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা ঋজু বিশ্বাস এবং ঊষসী চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়।

ঋজু আর রুশার জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল বাংলার ঘরে ঘরে। আর সেইসব দিনের ধারাবাহিকের গল্প আলাদা রকমের ছোঁয়া ছিল। ঋজু অভিনয় জগতে কাজ করলেও বর্তমানে অভিনয় জগতকে বিদায় জানিয়েছেন রুশা।

বিয়ের পর মার্কিন মুকুলে স্থায়ী বাসা বেঁধেছেন রুশা। তাই অভিনয় জগতকে বিদায় জানিয়েছেন বহুদিন আগেই। তবে তাকে পর্দায় দর্শক ভীষণ মিস করেন।

তবে ফের আরও একবার আপনাদের সকলের প্রিয় ঊষসী আর নিশীথের জুটি পর্দায় ফিরতে চলেছে। না না কোনও নতুন ধারাবাহিকে ফিরছেন না তারা। আসলে স্টার জলসার চ্যানেলে আবার পুনঃসম্প্রচার হতে চলেছে তোমায় আমায় মিলে ধারাবাহিকটি। ধারাবাহিকের সেই প্রথম প্রোমো পুনঃসম্প্রচার হয়েছে।

10 ফেব্রুয়ারি থেকে সোম – রবি দুপুর ১ টা থেকে ২ টো অবধি তোমায় আমায় মিলে পুনঃসম্প্রচার হবে টিভির পর্দায়। তাই যারা এই ধারাবাহিককে মিস করছিলেন তারা আবার চোখ রাখুন স্টার জলসার পর্দায়।