সন্তান জন্মের ২ মাসের মাথাতে ফের সুখবর জানালেন রুপসা, ঘরে আসতে চলেছে নতুন অতিথি

অভিনেত্রী রুপসা চ্যাটার্জী

বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ অভিনেত্রী রুপসা চ্যাটার্জী। বহু বছর ধরে বাংলা সিরিয়ালে নেগেটিভ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে সাড়া ফেলেছেন। গত বছর অক্টোবর মাসেই নিজের মনের মানুষ সায়নদীপের সাথে বিয়ে সারেন অভিনেত্রী।

বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই গর্ভবতী হওয়ার সুখবর শেয়ার করে নেন। জানুয়ারি মাসে রূপসা এবং সায়নদীপের ঘর আলো কোলে আসে তাদের প্রথম পুত্র সন্তান। ধীরে ধীরে বেড়ে উঠছে তাদের সন্তান। রূপসা ধ্যান জ্ঞান এখন তার ছোট খুদে।

তবে এবার প্রথম সন্তান জন্মের ২ মাসের মাথায় আবারও খুশির খবর শেয়ার করে নিলেন অভিনেত্রী। ফের আবার তাদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। কি ভাবছেন রূপসা আবারও মা হতে চলেছে?

না না, রূপসা নয়, তার পরিবারের এক প্রিয় মানুষের খুব শীঘ্রই সন্তান আসতে চলেছে। রুপসার বর অর্থাৎ সায়নদীপের ভাই খুব শীঘ্রই বাবা হতে চলেছে। নতুন কাকু-কাকিমা হতে চলেছে রুপসা আর সায়নদীপ। পরিবারের নতুন অতিথি আসার খবর লাইভে এসে শেয়ার করে নিলেন রূপসা। বললেন তার ছেলে ডুগ্গু এবার দাদা হতে চলেছে।