
গত মাসেই ধুমধাম করে ছেলের অন্নপ্রাশন পালন করেছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার। এরপরেই ফের বড় ঘোষণা জানালেন রূপসা- সায়নদীপ। সম্প্রতি ১১ জুলাই নিজেদের বিয়ের একটি ছবি পোস্ট করে সায়নদীপ লেখেন, ‘আর মাত্র আট দিন।’
কিছুদিন আগে ছেলের অন্নপ্রাশন উপলক্ষেও পোস্ট শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘আর মাত্র দুই দিন’। তবে এবার তাদের বিয়ের ছবি পোস্ট করায় প্রাথমিকভাবে সকলেই অনুমান করছেন, আগামী ৮ দিন পর হয়তো এই তারকা দম্পতির বিবাহবার্ষিকী।
তবে কি বিবাহবার্ষিকী উপলক্ষে রূপসাকে কোন বড সারপ্রাইজ দিতে চলেছেন সায়নদীপ? এদিন রুপ্সাকে চমকে দেবেন বলেই কি এমন পোস্ট করলেন সায়নদীপ? কিন্তু আসল ব্যাপার কি, সেটা তো আর কিছুদিন পরই বোঝা যাবে। সায়নদীপের কথায়, আর ৮ দিন পর।
Instagram-এ এই পোস্টটি দেখুন