দাউ দাউ করে জ্বলছে আগুন! তার মাঝেই অভিনব কায়দায় ছেলের নাম সামনে আনলেন রূপসা-সায়নদীপ

রূপসা চ্যাটার্জী

বিয়ের চার মাসের মাথাতেই বাবা- মা হওয়ার সুখবর জানিয়েছিলেন রূপসা ও সায়নদীপ। ২৬ জানুয়ারি পুত্র সন্তানের জন্ম দেন রূপসা চ্যাটার্জী। এর মধ্যেই ছেলের সাথে একাধিক ছবি শেয়ার করে ফেলেছেন রূপসা। কখনও ছেলের আঙ্গুল ধরে তো কখনও মিরর সেলফিতে ছেলেকে কোলে নিয়ে, যদিও তাতে ছেলের মুখ কোনভাবে বোঝা যায়নি।

এতদিন ছেলের নামও প্রকাশ্যে আনেননি এই দম্পতি। তবে শিবরাত্রি উপলক্ষে ছেলের ডাকনাম জানিয়েছিলেন রূপসা। ভালোবেসে ছেলেকে ডুগগু বলে ডাকে তারা। তবে এবার অভিনব কায়দায় ছেলের নাম সামনে আনলেন অভিনেত্রী।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন রূপসা, তাতে দেখা যাচ্ছে তাদের আবাসনের দরজায় লাগানো নেমপ্লেটে শ্বশুর, শাশুড়ি, রূপসা, সায়নদীপের নাম সহ আলাদা নেমপ্লেটে ছেলের নাম লেখা। নামের অংশ কাগজে ঢাকা, তাতে প্রদীপ দিয়ে রূপসা আগুন ধরাতেই ফুটে উঠল খুদের নাম, অগ্নিদেব সরকার।

অভিনেত্রীর পোস্ট করা এই ভিডিয়োতে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে। ছেলের নাম প্রকাশের সেলিব্রেশনের ভিডিও সামনে আনেন রুপসা। সেখানে পরিবারের সকলে বরণ করে নিচ্ছেন রূপসা সায়নদীপ ও খুদে অগ্নিদেবকে। সেখানেই নজরে এসেছে ছোট্ট একরত্তিকে কোলে নিয়ে রুপসার ছবিও। যাতে খানিকতা হলেও ছেলের মুখ বোঝা যাচ্ছে।