একমাস বয়স পূরণ হতেই ছেলের মুখ প্রকাশ্যে আনলেন রূপসা-সায়নদীপ

রূপসা চট্টোপাধ্যায়

বিয়ের তিন মাসের মাথাতেই মা হন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। গত ২৬ জানুয়ারি পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। এদিন রূপসা-সায়নদীপের একমাত্র ছেলের একমাস পূর্ণ উপলক্ষ্যে একটি ছবি পোস্ট করেন রূপসা।

আর সেখানেই দেখা মিলল ছোট্ট খুদের। যদিও স্পষ্ট মুখ বোঝা না গেলেও অভিনেত্রীর কোলে রয়েছে একরত্তি ও পিছনে দাঁড়িয়ে মিরর সেলফি তুলছেন সায়নদীপ। ছবি পোস্ট করে এদিন রূপসা লেখেন, ‘হ্যাপি ওয়ান মান্থ জুনিয়র।’

তবে এখন পর্যন্ত ছেলের নাম প্রকাশ্যে আনেননি এই তারকা জুটি। ছেলের মাসপুর্তি হতে না হতেই আবারও কাজে ফেরার চিন্তাভাবনা করছেন অভিনেত্রী।

এই প্রসঙ্গে তিনি আনন্দবাজার কে জানিয়েছেন, ‘ভাবছি, ছোট ছোট ফোটোশুট দিয়ে আবার কাজ শুরু করব। ছেলের বয়স মাত্র এক মাস। এখনও বেশি বড় কাজ বা ভারী কাজ নিতে পারব না। এই ভাবেই নিজেকেও প্রস্তুত করতে হবে।’ একরত্তিকে বড় করে তোলার পাশাপাশি নিজেও পর্দায় নতুন রুপে হাজির হবার পরিকল্পনায় রয়েছেন রুপসা।