অবশেষে খুদে একরত্তির নাম প্রকাশ্যে আনলেন রূপসা-সায়নদীপ

রূপসা চট্টোপাধ্যায়

সদ্যই মা হয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। বিয়ের ৩ মাসের মাথাতেই পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। সম্প্রতি খুদে একরত্তির মাসপুর্তিতে ছেলের সঙ্গে মিরর সেলফি তুলে অভিনেত্রী তার ইনস্টা অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট ও করেন।

ছবিতে ছেলে ও স্বামী সায়নদীপকেও দেখা যায়। যদিও সেভাবে ছেলের মুখ প্রকাশ্যে আসেনি। তবে এতদিন নাম প্রকাশ্যে আনেননি এই তারকা জুটি। অবশেষে একরত্তির নাম প্রকাশ্যে আনলেন রূপসা।

শিবরাত্রি উপলক্ষে ছেলের ছবি পোস্ট করে রূপসা লেখেন, ‘ডুগ্গুর প্রথম শিবরাত্রি’। অর্থাৎ ছেলেকে আদর করে এই নামেই ডাকেন রূপসা-সায়নদীপ। তবে অনেকেরি হয়ত জানা নেই এই ডুগ্গু নামের অর্থ কি? hamariweb.com- অনুসারে, ডুগ্গু নামের সঙ্গে ভগবান বিষ্ণুর যোগ রয়েছে।