ছেলের বয়স সবে আড়াই মাস। এরমাঝেই ফের টেলিভিশনের পর্দায় হাজির হলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। মা হওয়ার পর এতদিন মাতৃত্বকালীন ছুটিতেই ছিলেন রূপসা। বর্তমানে ছুটি কাটিয়ে ফের লাইট-ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় রূপসা।
তবে কোন ধারাবাহিক নয়, ‘দিদি নম্বর ওয়ান’ এর মঞ্চে দেখা গেল রূপসাকে। সাথে দেখা গেল স্বামী সায়নদীপ সরকার কেও। এদিন ‘দিদি নম্বর ওয়ান’ এ খেলতে আসার নানা ঝলক নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রূপসা।
সেখানে রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে আড্ডা,গল্প, আনন্দের ছলে বেশ খোশ মেজাজেই ধরা দিলেন এই জুটি। এদিন উপস্থিত ছিলেন গায়ক অনীক ধর। অনীকের গানের তালে একসঙ্গে নাচতেও দেখা যায় রুপসা-সায়নদীপকে। ‘দিদি নম্বর ওয়ান’ এর এদিনের পর্বে বিজয়ী হয় রুপসা-সায়নদীপ।