রোল-ক্যামেরা-অ্যাকশনের মাঝেই বড় হওয়া প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী ও অভিনেত্রী রূপসা চক্রবর্তীর পুত্র রূপস্নাত চক্রবর্তীর। মা আদর করে ম্যাঙ্গো বলে ডাকে তাকে। গতকাল ৩ অক্টোবর, ছিল রূপস্নাতর জন্মদিন। ছেলে ১৮ তে পা দিলেও রূপসার কাছে এখনও সেই ছোট্ট ম্যাঙ্গোকে কোলে পাওয়ার মুহূর্তটা জীবনের শ্রেষ্ঠ পাওয়া।
খুব অল্প বয়সে বিয়ে ও সন্তান রূপসার। তাই ছেলে তাঁর বন্ধুর মতোই। উচ্চতায়ও মাকেও ছাড়িয়ে গিয়েছে সে। ছোট থেকেই বাবা-মায়ের বাধ্য ছেলে ম্যাঙ্গো। তবে বাবার সঙ্গে একটু বেশিই বন্ধুত্ব তাঁর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের সুন্দর কিছু মুহুর্ত শেয়ার করেন মা রূপসা। এদিন সপরিবারে ম্যাঙ্গোর জন্মদিন সেলিব্রেট করার ভিডিও সামনে আসে। সঙ্গে রূপসা লেখেন, “আজ আঠারো তে পা…স্বপ্নগুলো হোক আকাশ ছোঁয়া। লাভ ইউ সোনা বাচ্চা!”
সেই ভিডিওতে দেখা গেল, দাদু-ঠাকুমার উপস্থিতিতে কেক কাটার মুহূর্ত এবং মা রূপসার সঙ্গে ছেলের খুনসুঁটিও! শেষে বাবা এবং সপরিবারের সঙ্গে বেশ কিছু ছবিও নজরে আসে। অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে অনেকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন রূপস্নাতকে।
ছোট থেকেই লেখালেখির প্রতি আলাদা টান রূপস্নাতর। এবার ছেলের সেই প্রতিভাকেই কাজে লাগাচ্ছে বাবার সংস্থা ‘ব্লুজ প্রোডাকশন’। বছরের শুরুতেই ‘শোলক সারি’ ধারাবাহিকের জন্যই প্রথম গানের কথা লিখেছিল রূপস্নাত। এমনকি বছরের শুরুতেই প্রকাশ পেয়েছে তার প্রথম মিউজিক ভিডিও। সৃজনশীলতার সঙ্গে নিজের পড়াশোনাও একসঙ্গে চালিয়ে যেতে চায় সে।
Instagram-এ এই পোস্টটি দেখুন