‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’ নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই মজার গানে এখন রিলস, মিম ভরে উঠছে সোশ্যাল মিডিয়া। পিকনিক, বিয়ে বাড়ি এমনকি খেলার মাঠে চলছে এই গান।
এই গান প্রথম রেকর্ড করা হয় ১৯৯৫ সালে। পরে তৈরি হয় মিউজিক ভিডিও। উড়িষ্যার কোরাপুটের স্থানীয় ভাষায় লেখা গান। বহু বছর পর এই গান আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সেই গান নিয়ে এখন মাতামাতি। যদিও এটা প্রথম নয়, এর আগে বহুবার বিভিন্ন গান নিয়ে এরকম মাতামাতি করেছেন সাধারণ মানুষ থেকে সেলেবরা।
এবার সেই ট্রেন্ডিং গানেই পা মেলালেন জগদ্ধাত্রীর কৌশিকি ওরফে অভিনেত্রী রুপসা চক্রবর্তী। জগদ্ধাত্রীর টিমের সাথেই রাস্তার মাঝে ট্রেন্ডিং গানে মেতে উঠলেন। তাদের এই রিলস ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।
View this post on Instagram