মোটা চেহারা আর পোশাক নিয়ে কটাক্ষের মুখে রূপঙ্কর বাগচীর স্ত্রী! কু-মন্তব্যের পাল্টা জবাব দিলেন চৈতালি

 চৈতালি লাহিড়ী

বেশকিছু দিন হল গানের অনুষ্ঠানের কারনেই বিদেশে রয়েছেন রূপঙ্কর বাগচী ও স্ত্রী চৈতালি লাহিড়ী। বিদেশে সময় কাটানোর নানা মুহুর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় সকলের সাথে ভাগ করে নিয়েছেন গায়ক। তবে গায়কের স্ত্রী চৈতালির ছবিতেই উঠে এসেছে নেটিজেনদের কু-মন্তব্য।

চৈতালির ছবিতে কটাক্ষ করে একজন লেখেন, “ওজনটা কমিয়ে ফেলুন।” আবার একজনের মন্তব্য, “দয়া করে রুচিশীল পোশাক পরুন।” আর এমন মন্তব্য পরে চুপ না থেকে এবার কটাক্ষকারীদের উচিৎ জবাব দিলেন চৈতালি।

গায়কের স্ত্রী বরাবই স্পষ্টবক্তা। তাই নেটিজেনদের কটাক্ষে নিজের মতামত জানাতে একেবারেই পিছপা হননি রূপঙ্কর পত্নী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে চৈতালি লেখেন, “আমি জানি আমি মোটা, কালো মধ্যবয়সী মহিলা। কিন্তু তা নিয়ে আমার বিন্দুমাত্র মানসিক জটিলতা নেই। আমি জানি আমি স্মার্ট, মিশুকে মোটামুটি শিক্ষিত। আমি বন্ধু পাতালে তার মনটা বোঝার চেষ্টা করি। মিললে তবে চলে, নচেৎ নয়। তাই আমি খুব খুশি। আমার বন্ধু, ভাইবোন, দাদা, বৌদি, মাসী আমাকে জানে ও চেনে। তাই ওই পার থেকে তুমি বা তোমরা কে কী বললে ভারী বয়েই গেল। আমার যা খুশি তাই পরব, যে ভাবে ইচ্ছে চলব। তোদের কী রে। কবুতর যা যা যা।”