ক্লাসে এসি বসলে মাইনে বাড়বে! ‘স্কুলে ভর্তিই করাতাম না’, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন রূপম-পত্নী রূপসা

রূপসা

আজকাল শিক্ষা ব্যবস্থা যেন ব্যবসায় পরিণত হয়েছে। বিশেষ করে বেসরকারি স্কুলগুলি। তাদের অতিরিক্ত পরিমাণ খরচ নিয়ে এর আগে অনেকেই ক্ষোভপ্রকাশ করেছেন। এবার আরও এক তারকা পত্নী এই নিয়ে মুখ খুললেন।

গায়ক রূপম ইসলামের স্ত্রী রূপসা দাশগুপ্তের তার ফেসবুক পোস্টে একটি পোস্ট করে ক্ষোভ উগড়ে দিলেন সন্তানের স্কুলের বিরুদ্ধে।

দুটি স্কুলের ভর্তি নেওয়ার দুটি নোটিশের ছবি শেয়ার করে লেখেন, “স্কুলে ভর্তি পরীক্ষা দিচ্ছে চিনি। আবেদনের জন্য বাবা-মা উভয়ের ইনকাম সার্টিফিকেট/আইটি রিটার্ন লাগবে দেখে আমি একেবারে অবাক। অর্পন এবং শ্রেয়া এমনকি তাদের আসল আয়ের সার্টিফিকেট সাক্ষাতকারে নিয়ে যেতে হয়েছিল এবং একটি স্কুল তাদের বলেছিল আমরা ক্লাসরুমে এসি ইনস্টল করছি তাই নেটে আপনি যে ফি কাঠামোটি পাবেন তা পরিবর্তন হবে, তাই দয়া করে এর জন্য প্রস্তুত থাকুন! ১২ বছর আগে যদি এমন হত, নীতিগতভাবে আমি এই স্কুলের কোনো ভাবের রুপের জন্য আবেদন করতাম না’।