‘মেয়েবেলা ছাড়তে বাধ্য হয়েছি’, মুখ খুললেন ‘মেয়েবেলা’র বীথি ওরফে রুপা গাঙ্গুলি

রুপা গাঙ্গুলি

আচমকাই চারমাস পর ‘মেয়েবেলা’ ধারাবাহিক ছেড়ে বেড়িয়ে গেছেন অভিনেত্রী রুপা গাঙ্গুলি। এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় শোরগোল। হঠাৎ কি এমন হল যে বীথি চরিত্রে থেকে মুখ ফিরিয়ে নিলেন তিনি?

বর্তমানে তার জায়গায় বীথি চরিত্রে দেখা মিলছে অভিনেত্রী অনুশ্রী দাসকে। অভিনেত্রী রুপা গাঙ্গুলি প্রায় আট বছর পর ‘মেয়েবেলা’ ধারাবাহিকের হাত ধরে অভিনয়ে ব্যাক করেছিলেন। বীথি চরিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে। তাহলে আচমকাই শেষ সরে গেলেন কেন?

অবশেষে আনন্দ প্লাসের এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। ‘মেয়েবেলা’ ধারাবাহিক নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন রুপা। অভিনেত্রী জানান, তিনি বাধ্য হয়েও ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রুপা গাঙ্গুলি বলেন, “‘ধারাবাহিকে বীথি চরিত্রে যে পরিমাণ অসভ্যতা দেখানো হচ্ছিল, তা আমি মানতে পারছিলাম না। এই সময় দাঁড়িয়ে একটা ধারাবাহিকে কীভাবে এতটা বিগ্রোসিভ হতে পারে”।

তিনি আরও জানান, “আমি এই ধারাবাহিকটির জন্য রাজী হয়েছিলাম একটাই কারাণে। ধারাবাহিকের গল্প খুব সুন্দর ছিল। আমাকে যে চরিত্রের ব্রিফ দেওয়া হয়, সেটার সঙ্গে পর্দার ঘটনার কোনও মিল ছিল না। যে মাত্রায় নোংরামি দেখানো হচ্ছে যার জন্য ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। বৌমার প্রতি শাশুড়ির মা’র এমন ব্যবহার, ভাত ছুঁড়ে ফেলে দেওয়া, বৌমাকে চড় মারা’, এসবে আমার ঘোর আপত্তি ছিল। এ ব্যাপারে আমি চ্যানেলকে অনুরোধ করেছিলাম কিন্তু চ্যানেল কোনও কথা শোনেনি। তাদের দাবি “বাজারে এটাই চলছে। টিআরপির চরিত্রে বদল আনতে হবে”।

“শাশুড়ির এরকম শেড চল্লিশ বছর আগে হলেও মানা যেত। এই চরিত্র করার সময় অনেক কটাক্ষ শুনেছি। অনেকে আমায় বলেছেন তোমাকে এভাবে দেখতে একদম ভালো লাগছে না। মানসিক কষ্ট পেয়েছি। বাড়ি এসে কেঁদেছিও। এরকম একটি চরিত্র আমার দ্বারা সম্ভবত নয়। তাই নিজের সিদ্ধান্তেই সরে এসেছি”। জানালেন অভিনেত্রী রুপা গাঙ্গুলি।

সূত্রঃ আনন্দ প্লাস

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here