‘লক্ষ লক্ষ টাকা নেয়…’, সারেগামাপা’র অডিশন নিয়ে বিস্ফোরক মন্তব্য রানার আপ ময়ূরীর

সারেগামাপা

বাংলার গানের জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপা। চলতি বছরের গোড়ার দিকেই শেষ হয়েছে। প্রত্যেক বছর নতুন নতুন চমক নিয়ে হাজির হয়। চলতি সিজেনে রানার আপ হয়েছিলেন ময়ূরী। আচমকাই সারেগামাপা অডিশন নিয়ে একটি ভিডিও পোস্ট করলেন তিনি।

এই ভিডিওতে তাকে সারেগামাপা নিয়ে বেশ কিছু তথ্য শেয়ার করতে দেখা গেল। আসলে নেটিজেনরা প্রায়ই ময়ূরীকে মেসেজ করে থাকেন সারেগামাপাতে কত টাকা নেয়? আর এই প্রশ্নে এবার বিরক্ত হয়ে নিজেই একটি ভিডিও শেয়ার করে বসলেন।

ভিডিওতে ময়ূরী জানান, “বারবার আমাকে একটাই জিনিস জিজ্ঞাসা করা হচ্ছে। হাজার হাজার ফোন আর মেসেজ যাচ্ছে আমার ফোনে। আমি যখন জি বাংলায় ছিলাম তখন এই সমস্ত মেসেজের রিপ্লাই দিতে পারিনি। তবে এখন দেব। প্রত্যেকের একটাই জিজ্ঞাসা, জি বাংলার অডিশন কোন কোন ধাপে দিতে হয়? কত টাকা দিতে হয় মঞ্চে পৌঁছতে? সত্যি কি আপনারা এটাই জানতে চান? তাহলে শুনুন, জি বাংলা লক্ষ লক্ষ টাকা নেয়। আপনারা চিন্তা করতে পারবেন না তার থেকে ডবল টাকা নেয় এখানে। মানে সত্যিই আপনারা এরকম মনে করেন? জি বাংলা এতটাই গরীব যে আপনাদের থেকে টাকা নেবে? এত বড় একটা চ্যানেল কখনও টাকা নিতে পারে?”

তিনি আরও বলেন, “আরও একটি কথা সবাই জানতে চান সেটি হলো কোন সোর্স ধরে আমি এখানে পৌঁছেছি? এটা কোনও সোর্সের জায়গা নয়। এখানে সবাই নিজের প্রতিভা এবং যোগ্যতায় আসে। আপনার যদি যোগ্যতা থাকে তাহলে নিশ্চয়ই আপনি চান্স পাবেন। না হলে নিজেকে তৈরি করার চেষ্টা করুন।”