জি-বাংলায় আসছে রুকমা রায়ের ‘লালকুঠি’। একদিকে রুকমা’র কামব্যাকে আনন্দিত অনুরাগীরা। অন্যদিকে পারমিতা আর অপূর্বর বিদায়ের খবরে মন খারাপ ‘কড়ি খেলা’ ভক্তদের।
নতুন ধারাবাহিক ‘লালকুঠি’র আগমনে বন্ধ হতে চলেছে ‘কড়ি খেলা’ ধারাবাহিক। এমনি গুঞ্জন উঠেছে টলিপাড়ায়। প্রথমে সকলেই আন্দাজ করেছিল ‘লালকুঠি’র জন্য হয়তো শেষের পথে ‘যমুনা ঢাকি’। কিন্তু তথ্যের খবর অনুযায়ী, এখনি ‘যমুনা ঢাকি’ শেষ করতে রাজী নন নির্মাতারা। তাই কোপ পড়ছে ‘কড়ি খেলা’য়।
রুকমা রায়ের নতুন ধারাবাহিক ‘লালকুঠি’ ৯টার স্লটে সম্প্রচারিত হবে। টিআরপি কম থাকায় ‘কড়ি খেলা’ শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষেই ‘কড়ি খেলা’ শেষ শুটিং। যদি এখনও অফিশিয়ালি কিছু জানাননি চ্যানেল কর্তৃপক্ষ।