বহুদিন পর ছোটপর্দায় পা রাখছেন ‘দেশের মাটি’ খ্যাত রুকমা রায়

রুকমা রায়

অভিনেত্রী রুকমা রায়, বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী। ‘দেশের মাটি’, ‘লালকুঠি’ অভিনয় করে একসময় বিরাট জনপ্রিয়তা লাভ করেন রুকমা। ‘দেশের মাটি’ ধারাবাহিকে রাজা-মাম্পির জুটিকে দর্শক আজও ভুলতে পারেননি। পর্দায় রুকমা কে শেষবারের মত দেখা গেছে ‘তুমি আসে পাশে থাকলে’ ধারাবাহিকে।

মাঝে বেশ কিছুদিন ধরেই ছোটপর্দায় দেখা যাচ্ছে না রুকমাকে। এবার খবর, বহুদিন পর ছোটপর্দায় পা রাখছেন রুকমা। জি-বাংলার পর্দায় দেখা যাবে রুকমাকে। তবে কোন ধারাবাহিকে নয়, ‘দিদি নম্বর ওয়ান’ এর মঞ্চে হাজির হবেন রুকমা।

‘দিদি নম্বর ওয়ান’ এর রবিবারের ধামাকা পর্বে উপস্থিত থাকবেন রুকমা। সাথে থাকবেন সন্দীপ্তা সেন, সৃজলা গুহ আর অঙ্কিতা চক্রবর্তী। এদিনের জমজমাট পর্ব দেখতে চোখ রাখুন আগামী ২৯ জুন,রবিবার, ঠিক রাত সাড়ে ৮ টায় জি-বাংলার পর্দায়।