‘স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম বেঙ্গল’ নতুন মেগা নিয়ে পর্দায় আসছে রুকমা-ঋষি

রুকমা-ঋষি

বহুদিন পর মেগা ধারাবাহিকের নায়িকা হয়ে ফিরছেন অভিনেত্রী রুকমা রায়। তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকে। যদিও খুব অল্প সময়ে তাকে দেখা যায় কারণ ধারাবাহিক খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হয়।

এরপর আর পর্দায় রুকমাকে সেভাবে দেখা যায়নি। তবে এবার জি-বাংলার এক নতুন চ্যানেলে নতুন মেগা ধারাবাহিক নিয়ে আসছে। যার নাম ‘স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম (SIT) – বেঙ্গল’। আর এই ধারাবাহিকে প্রধান চরিত্রে থাকবেন রুকমা। আর তার বিপরীতে দেখা যাবে অভিনেতা ঋষি কৌশিককে।

একেবারে অন্যরকম ভাবে পর্দায় ফিরছেন তারা। ঋষি কৌশিককে দেখা যাবে পুলিশের চরিত্রে আর রুকমা অভিনয় করবেন মহিলা তদন্তকারী অফিসার হিসেবে। এবার দেখার বিষয় রুকমা আর ঋষির জুটি দর্শক কতটা আপন করে নেয়।