নতুন ধারাবাহিকে ফিরছেন ‘বরণ’ খ্যাত রুদ্রিক ওরফে অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায়

অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায়

‘বরণ’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায়। ধারাবাহিকে রুদ্রিক চরিত্রে অভিনয় করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছেন এই অভিনেতা। পর্দায় তিথি-রুদ্রিকের জুটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। মাত্র ১১ মাসেই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় মন খারাপ ছিল অনুরাগীদের।

তবে এখানে তিথি-রুদ্রিকের ফ্যানেদের জন্য একটি সুখবর রয়েছে। আপনারা জানেন নতুন ধারাবাহিকে ‘নবাব নন্দিনী’তে ফিরেছেন বরণের তিথি ওরফে ইন্দ্রাণী পাল। তবে এবার ফের ছোটপর্দায় কামব্যাক করছেন রুদ্রিক ওরফে অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায়

শোনা যাচ্ছে খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন ‘বরণ’-এর খ্যাত এই অভিনেতা। ব্লুজ প্রোডাকশনের হাত ধরে আসছে নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসায়। আর সেখানেই দেখা যাবে সুস্মিতকে। তার বিপরীতে নায়িকা হিসাবে দেখা যেতে পারে জীবন সাথী খ্যাত শ্রাবণী ভুঁইয়া। খবর শোনা মাত্রই বেজায় খুশি অনুরাগীরা।

1 Comment

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here