জি-বাংলা’র ফুলকি ধারাবাহিকে আসছে নতুন মোড়। বর্তমানে বাংলার টপার ধারাবাহিক এই মেগা। এবার ট্র্যাক ফুলকি আর রোহিতের প্রাণ বাঁচানোর লড়াই। অংশুমান কি পারবে তাদের বাঁচাতে? সেটা জানা যাবে ধারাবাহিকের আগামীদিনে।
ধারাবাহিকে দেখানো হয়, রুদ্র রোহিতের ফোন চুরি করে ফুলকিকে মেসেজ করে একটি ফাঁকা জায়গায় আসতে বলে। ফুলকি নির্দেশ মতো সেখানে পৌঁছায়। আর রুদ্র লোকজনকে ফুলকিকে কিডন্যাপ করে।
এরপরে রুদ্র ফুলকিকে বাঁচাতে এসে রোহিত আটকে পরে রুদ্রর পাতা ফাঁদে। রোহিতকেও কিডন্যাপ করে রুদ্র। তাদের বাঁচানোর একমাত্র মানুষ হল অংশুমান। বোঝাই যাচ্ছে ফুলকি ধারাবাহিকে আগামী পর্ব জমজমাট হতে চলেছে।