ফুলকির হাতেই হল রুদ্রের বিনাশ, ফুলকি ধারাবাহিকে দুর্ধর্ষ পর্ব

ফুলকি ধারাবাহিক

শুরু থেকে দর্শকমহলে জনপ্রিয়তা ধরে রেখেছে জি-বাংলার ফুলকি ধারাবাহিক। মেগার প্রতিটা পর্বই নতুন চমক নিয়ে আসে দর্শকদের জন্য। বর্তমানে ফুলকি’তে টানটান উত্তেজনা।

ধারাবাহিকের পর্ব অনুযায়ী, দূর থেকে ঘন্টার আওয়াজ শুনতে পায় ফুলকি। রাজমহলের যেদিক থেকে ঘন্টার আওয়াজ আসার কথা সেখান থেকেই আওয়াজ আসছে। আর সেই ঘন্টার আওয়াজ অনুসরণ করে,  রুদ্র যে ঘরে পুজো করছিল সেই ঘরের সামনে গিয়ে উপস্থিত হয়ে ফুলকি। এদিকে ফুলকিকে মারার জন্য নিজের বুকের রক্ত দিয়ে মা দুর্গার কাছে সংকল্প করছে রুদ্র।

তবে ঘরে ঢুকে কাউকেই দেখতে পায়না ফুলকি। তবে মায়ের সামনে কেউ রক্ত দিয়ে সংকল্প করেছে সেটা দেখেই ফুলকি মাথায় আসে একটাই নাম। কারণ এভাবে পুজো করতে সে একমাত্র রুদ্রকেই দেখেছে।

ফুলকির আশঙ্কা রুদ্র এই রাজমহলের কোথাও লুকিয়ে রয়েছে। ফুলকি সকলকে জানিয়ে দেয় এবারে হাতেনাতে ধরবে রুদ্রকে। সেই কারণে অংশুকে ফোন করে কড়া পাহারার ব্যবস্থা করতে বলে ফুলকি। আর রাজমহলের ভিতরে তারা সকলে ঘিরে থাকবে রুদ্রকে। যাতে কোন মোটেই পালাতে না পারে রুদ্র।

এরপরই পরের দিন যখন রুদ্র ফুলকিকে মারার জন্য মাকে ডাকছিল ঠিক তখনই রণমুর্তি ধারণ করে রুদ্রর সামনে বেরিয়ে আসে ফুলকি। যে অস্ত্র দিয়ে ফুলকিকে মারার সংকল্প নিয়েছিল রুদ্র সেই অস্ত্র দিয়েই মারার জন্য রুদ্রর দিকে ধেয়ে আসে ফুলকি। অরণ্য এই কাজ করতে বাধা দেয়। এবারে আগামী পর্বে দেখার পালা রুদ্রকে শেষ করতে পারবে কি ফুলকি।