ধুমধাম করে বিয়ে সারল টেলিপাড়ার হিট জুটি শ্বেতা-রুবেল। নতুনভাবে পথচলা শুরু হল নবদম্পতির। বিয়েতে আমন্ত্রিত ছিল টেলিপাড়ার একাধিক তারকা। তারমধ্যে ছিল ‘নিম ফুলের মধু’ পরিবারের অনেকেই। কিন্তু দেখা মেলেনি একজনের। কিন্তু কে সে?
বাস্তবে বিয়ের আসরে দেখা মেলেনি পর্দার বউ পর্ণার। বিয়ের দিন উপস্থিত না থাকতে পারলেও রিসপেশনের রাতে ঠিকই পৌঁছেছিলেন অভিনেত্রী পল্লবী শর্মা। রিসেশপশনের আসরে আকাশি রঙা নেটের লেহেঙ্গায় ধরা দিয়েছিলেন শ্বেতা, অন্যদিকে রুবেলের পরনে আইভরি রঙা শেরওয়ানি।
গলায় পার্ল নেকলেস, খোলা চুল আর ছোট্ট টিপ, সাদা রঙের শিফন শাড়িতে বেশ ছিমছাম সাজেই রিসপেশনের আসরে নজর কাড়েন পল্লবী। নবদম্পতির হাতে বিশেষ উপহার তুলে দেন অভিনেত্রী। পল্লবী জানান, ‘আমার শুভেচ্ছা সবসময় রয়েছে ওদের সঙ্গে। ওদের নতুন জীবন খুব সুখের হোক এটাই চাই’।