কিছুদিন আগেই নিম ফুলের মধু ধারাবাহিকের শুটিং শেষ করেছেন অভিনেতা রুবেল দাস। গুঞ্জন শোনা যাচ্ছিল তিনি নাকি নতুন প্রোমো শুটিং সেরেছেন। আর সেই গুঞ্জন অবশেষে সত্যিই হল।
নিম ফুলের মধু পর্দা থেকে বিদায় নিতে না নিতেই জি-বাংলার পর্দায় চলে এলো রুবেলের নতুন ধারাবাহিকের প্রোমো। যার নাম ‘তুই আমার HERO’। এই ধারাবাহিকের একেবারেই অন্যরকম ভাবে ধরা দিলেন রুবেল।
প্রথম প্রোমোতে যদিও ধারাবাহিকের ট্র্যাক কেমন হবে সেটা প্রকাশ পায়নি। শুধু মাত্র নাম এবং নায়ক-নায়িকার ছবি সামনে আনা হয়েছে। ‘তুই আমার HERO’ ধারাবাহিকে রুবেলের বিপরীতে থাকবেন অভিনেত্রী মোহনা মাইতি। যিনি ‘গৌরী এলো’ ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে পরিচিতি লাভ করেছেন।
প্রোমোতে দেখা গেল চার চাকা গাড়ির সামনে শুট বুট পড়ে দাঁড়িয়ে নায়ক আর স্কুটারের সামনে নায়িকা। ধারাবাহিকের এই প্রোমোতে ইতিমধ্যে ৬ লাখ ভিউজ পেয়েছে।