প্রথম হলেও উদয় নয়, ছোটপর্দার সেরা নায়কের পুরস্কার জিতলেন সৃজন ওরফে রুবেল, গর্বিত স্ত্রী শ্বেতা

রুবেল

অবশেষে পর্দায় সম্প্রচার হল জি-বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড। এক বছরের এই দিনটার অপেক্ষায় থাকে সিরিয়ালের কলাকুশলীরা। কারণ টানা এক বছর কঠোর পরিশ্রমের পর যোগ্য সম্মান দেওয়া হয় তাদের।

চলতি বছরেও বেশ ধুমধাম করে আয়োজন হয়েছে সোনার সংসার অ্যাওয়ার্ড। উপস্থিত ছিল একঝাঁক তারকারা। নাচে-গানে মেতে উঠেছিল সোনার সংসার।

বর্তমানে জি-বাংলার শীর্ষ স্থানে রয়েছে ‘পরিণীতা’। প্রথম হলেও উদয় নয় বরং সকলকে হারিয়ে জি-বাংলার সেরা নায়কের পুরস্কার ছিনিয়ে নিল অভিনেতা রুবেল দাস। নিম ফুলের মধু ধারাবাহিকের সৃজন চরিত্রে অবদানের জন্য সম্মান জানানো হল তাকে।

রুবেলের এই জয়ে গর্বিত স্ত্রী শ্বেতা ভট্টাচার্য। প্রসেনজিত চট্টোপাধ্যায়ের হাত থেকে রুবেলের পুরস্কার নেওয়ার সময় উঠে দাঁড়িয়ে সেই মুহূর্ত ক্যাপচার করে শ্বেতা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রুবেল ভাগ করে নিলে কমেন্ট বক্সে শ্বেতা জানায়, ‘গর্বিত হাবি। তুমি এটার যোগ্য।’

 

View this post on Instagram

 

A post shared by Rubel Das (@rubel.official)