বড় চমক! এবার ছোটপর্দায় দেবের জীবনের গল্প বলবে রুবেল

তুই আমার হিরো

আগামী ১০ মার্চ সন্ধ্যে ৬টায় জি বাংলার পর্দায় আসছে ‘তুই আমার হিরো’। রুবেল দাস ও আরাত্রিকা মাইতি পর্দায় জুটি বেঁধে আসছে সেকথা সকলে ইতিমধ্যেই জেনে গিয়েছে। কিন্তু গল্পে রয়েছে আরও এক টুইস্ট। সম্প্রতি চ্যালেনের তরফে পোস্ট হওয়া নতুন প্রোমোতেই সামনে আসে আসল চমক।

প্রোমোর প্রথমেই দরজা খুলে এন্ট্রি নিচ্ছে দেব, তবে আসন্ন ধারাবাহিকে অভিনয় করছেন দেব? এরপরেই ভিডিওতে দেবকে বলতে শোনা যায়, ‘দীপক থেকে দেব হয়ে ওঠার রাস্তাটা সহজ ছিল না।’

দেবের মুখ প্রকাশ্যে আসতেই বলছেন, ‘স্বপ্নভঙ্গ, ব্যর্থতা, পরীক্ষার পর পরীক্ষা, নিজেকে একটা প্রমিশ করেছিলাম যাই হয়ে যাক, হেরে যাব না, হেরে আমি যাব না। এই জিৎ-ই হয়ত একদিন বদলে দিল সবকিছু। আর আপনারা বললেন, তুই আমার হিরো।’

এরপরেই এন্ট্রি নিচ্ছেন গল্পের ‘শাক্যজিৎ’ ওরফে রুবেল দাস। দেব আরও বললেন, ‘সুপারস্টার শাক্যজিৎ-এর গল্পটাও হুবহু আমারই মতো। বাইরে থেকে সুপারস্টার হলেও ভিতরে ভিতরে আজও মিস করে পাড়ার মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা, ফাউ সমেত ফুচকা, কাদা মাঠে ফুটবল।’

রুবেলের কাঁধে হাত রেখে দেব বললেন, ‘আরে দাঁড়াও দাঁড়াও, সুপারস্টারের সুপারহিট গল্পে হিরোইন থাকবে না তা আবার হয় নাকি?’ এরপরেই নায়িকা ‘আরশি’ ওরফে মোহনা মাইতি’র এন্ট্রি।

প্রোমোর শেষে সবটা পরিস্কার দর্শকের কাছে। ধারাবাহিকের গল্পে দেব নেই, বরং পর্দায় শাক্য আর আরশি-র জমজমাট লাভ স্টোরির প্রচারের জন্যই দেখা মিলেছে রিয়েল হিরোর। আদতে ছোটপর্দায় দেবের জীবনের গল্প বলবে ধারাবাহিকের শাক্যজিৎ ওরফে রুবেল।