আর ৪ দিন পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোটপর্দায় জনপ্রিয় তারকা শ্বেতা এবং রুবেল। যমুনা ঢাকি ধারাবাহিকের শুটিং সেট থেকে তাদের প্রেম শুরু। অবশেষে সাত পাঁকে বাধা পড়তে চলেছেন তারা।
শ্বেতা আর রুবেলের বিয়ের প্রস্তুতি এখন জোর কদমে। চলছে আইবুড়ো ভাত খাওয়ার পর্ব। শ্বেতার আর রুবেলের বিয়ের কার্ড তো আপনারা দেখেছেন। তবে কার্ডের ভিতরের ছবিও এবার সামনে এলো। শ্বেতার বিয়ের কার্ডের উপরে লেখা, ‘বিয়ের গল্পকথা।’ লাল রঙের কার্ডের ভিতরটা আরও সুন্দর। ভিতরে একদিকে শ্বেতা এবং তার বাবা-মায়ের ছবি আর অন্যদিকে রয়েছে আমন্ত্রণের বার্তা। বিয়েতে বড় বড় করে লেখা উপহার না আনার জন্য।
এদিকে সম্প্রতি সামনে এলো তাদের রিসেপশন কার্ড। শ্বেতা-রুবেলের রিসেপশন কার্ড মন কেড়ে নিল নেটিজেনদের। কার্ডে রুবেল আর শ্বেতার ছবি হাতে আঁকা স্কেচ দিয়ে। খুব সুন্দর ভাবে সাজানো সেই কার্ড। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কার্ডে রুবেল শ্বেতার যে সিঁদুর দানের দৃশ্যটি আঁকা হয়েছে সেটি যমুনা ঢাকি সিরিয়ালের দৃশ্য। যেখান থেকে শুরু তাদের সম্পর্ক। সেই মুহূর্তকেই সাক্ষী রেখে শুভ কাজ সারছেন তারা।