অবশেষে ‘ তুই আমার HERO’ ধারাবাহিকের গল্পের বিষয়বস্তু সামনে এলো। প্রকাশ পেল ধারাবাহিকের মূল প্রোমো। প্রোমো ইতিমধ্যে দর্শকের মন জিতে নিয়েছে।
একেবারেই অন্যরকমের কনসেপ্ট নিয়ে আসছে এই ধারাবাহিক। যার মুখ্য ভূমিকায় রয়েছে অভিনেতা রুবেল দাস এবং অভিনেত্রী মোহনা মাইতি। তাদের জুটি দারুণ মানিয়েছে।
প্রোমোতে দেখা গেল, গল্পের নায়ক একজন বড়মাপের অভিনেতা। যার ফ্যান ফলোয়ার্স প্রচুর। নারীদের স্বপ্নের পুরুষ সে। জন্মদিনের দিন পায়েস না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে যায় নায়ক। আর বাড়িতে হৈ চৈ কান্ড পড়ে যায়।
এরপর দেখা যায় পায়েস খাওয়ানোর জন্য নায়কের স্ত্রী শুটিং সেটে পৌঁছায়। তাকে ঢুকতে না দেওয়া হলে সে স্ত্রীর পরিচয়ে সেটে ঢোকে। শুটিং সেটে তাকে দেখে রেগে যায় রুবেল। কিন্তু তার স্ত্রীও নাছোড়বান্দা পায়েস তাকে খাওয়াবেই। শুটিং বন্ধ করে সেটের চেয়ার পেটে বসে পড়ে সে। ধারাবাহিকের এই প্রোমো বেশ নজর কেড়েছে।