টেলি পাড়ার নায়ক-নায়িকাদের মধ্যে প্রেম নতুন বিষয় নয়। বহু সিরিয়ালের নায়ক-নায়িকারাই একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়েছেন। তাদের মধ্যেই এক জুটি হল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রুবেল দাস।
শ্বেতা এবং রুবেল ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের সেটে একে অপরকে মন দিয়ে ফেলেন। তাদের প্রেমের কথা সকলের জানা। তাদের ইনস্টাগ্রাম একাউন্টে ঢুঁ মারলে তাদের একসঙ্গে কাটানো মুহূর্ত চোখে পড়বে। অনেকেই হয়তো জানেন কিছুদিন আগে ‘নিম ফুলের মধু’ শুটিং সেটে অ্যাকশন দৃশ্য শুট করার সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় রুবেলকে। পায়ের হাড় ভেঙে যায় অভিনেতার। দীর্ঘ সময় বাড়িতে শুটিং করার পর এখন ফ্লোরে ফিরেছেন, তবে এখনো তিনি পুরোপুরি সুস্থ নন।
অভিনেতা অসুস্থতার দিনগুলোতে পাশে ছিলেন শ্বেতা। আর তার জন্যই শ্বেতাকে নিয়ে গর্বিত রুবেল। এক সাক্ষাৎকারে রুবেল জানান, “বিপদের সময়েই কাছের মানুষদের চেনা যায়। আর আমি লাকি শ্বেতার মতো একজন মনের মানুষ পেয়ে। ও সব দিকে খেয়াল রেখেছে। ডাক্তারের সাথে কথা বলা, ঔষধ খাওয়ার জন্য মনে করিয়ে দেওয়া এবং আমাকে মোটিভেট করা, সবটাই শ্বেতা দেখে রেখেছে।”
View this post on Instagram

