আগামীকাল অর্থাৎ ১৯ শে জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রুবেল দাস। দুজনেই ছোটপর্দার জনপ্রিয় মুখ। ছোটপর্দা থেকেই তাদের প্রেম শুরু।
যমুনা ঢাকি ধারাবাহিক থেকেই বন্ধুত্ব এবং প্রেম শুরু শ্বেতা-রুবেলের। ধারাবাহিক শেষ হতেই নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা জানিয়ে দেন তারা। বাকি তারকাদের মতো সম্পর্ক লুকিয়ে রাখেননি ।
শ্বেতা আর রুবেলে আইবুড়ো ভাত থেকে বিয়ের কার্ড সব নিয়ে চর্চার শেষ নেই। পর্দায় অনেকবার লাল বেনারসি শাড়িতে বিয়ে করছেন শ্বেতা। তাই অভিনেত্রী এবার একটু আলাদা করার জন্য বেনারসির ক্ষেত্রে গোলাপি রংটাই বেছে নিয়েছেন। পর্দায় শ্বেতাকে অনেকবার ব্রাইডাল সাজে দেখেছেন দর্শক। এবার তার ভক্তরা অপেক্ষা করে রয়েছেন শ্বেতাকে রিয়েল লাইফে কনে সাজে দেখতে।
তবে জানেন কি? শ্বেতাকে কনে সাজে দেখেই প্রেমে পড়েছিল রুবেল। হ্যাঁ, কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে সেকথা ফাঁস করেন অভিনেতা। রুবেল বলে, ওর ব্রাইডাল লুকেই প্রেমে পড়েছিলাম। প্রথমবার ওকে ব্রাইডাল লুকেই দেখি এবং তখনি ঠিক করে নিয়েছিলাম যদি কেউ আমার ব্রাইড হয়, তাহলে এই হবে।
শ্বেতা আর রুবেল এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। বিয়ের পিঁড়িতে বসতে অপেক্ষায় মাত্র ১ দিন।