বিয়ের ১ মাস পূরণ! শত ব্যস্ততার মাঝেও স্ত্রীকে নিয়ে ডেটে গেলেন রুবেল

রুবেল

সময় এগোচ্ছে তীরের বেগে। এই তো সেদিন ধুমধাম করে বিয়ে হল টেলিপাড়ার চর্চিত জুটি শ্বেতা আর রুবেলের। তার মধ্যেই এক মাস কেটে গেল। বিয়ের পর গুচ্ছিয়ে সংসারের পাশাপাশি কাজের জায়গাও ব্যালেন্স করে চলছেন শ্বেতা।

দুজনেই রয়েছেন জি-বাংলার দুই জনপ্রিয় ধারাবাহিকে। সারাদিন শুটিংয়েই ব্যস্ত থাকেন তারা। বিয়ের পরেই কাজে ফিরেছেন শ্বেতা-রুবেল। টানা শুটিঙয়ের ব্যস্ততার মাঝেও স্ত্রী শ্বেতাকে বিয়ের এক মাস পূর্তিতে ডিনার ডেটে নিয়ে গেলেন রুবেল।

ছবি পোস্ট করে রুবেল লেখেন, “একটা মাস বিয়ের হল, তাই একটু বউ এর সাথে খাওয়া দাওয়া না করলে হয় নাকি?” প্রসঙ্গত, যমুনা ঢাকির সেট থেকে প্রেমপর্ব শুরু শ্বেতা-রুবেলে। যমুনা ঢাকি ধারাবাহিক শেষ হওয়ার পর তারা তাদের সম্পর্কের কথা সকলের সামনে আনেন। ব্যক্তিগত জীবনের কোনও কিছুই লুকিয়ে রাখেননি তারা।

 

View this post on Instagram

 

A post shared by Rubel Das (@rubel.official)