আগামী ১৯ শে জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে ছোটপর্দার সৃজন। রিল নয়, রিয়েলে। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে সাত পাঁকে বাধা পড়তে চলেছে অভিনেতা রুবেল দাস। শ্বেতা আর রুবেল এখন ব্যস্ত আইবুড়ো ভাত খেতে। তাদের আইবুড়ো ভাতের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে।
তবে এবার নিম ফুলের মধু’র গোটা টিমের তরফ থেকে আইবুড়ো ভাতের আয়োজন করা হল অভিনেতার জন্য। অভিনেত্রী গোস্বামী সেই ছবি ভাগ করে নিয়েছেন।
ছবিতে দেখা যাচ্ছে শুটিংয়ের ফাঁকে রুবেলের জন্য পঞ্চ ব্যঞ্জনের আয়োজন করেছিল গোটা টিম। ধুতি পরে, মাথায় টোপর দিয়ে আইবুড়ো ভাত খেলেন রুবেল। তার সাজানো খাবার। হাসি মুখে নিম ফুলের মধু’র সব সদস্যদের সাথে ছবি তুললেন অভিনেতা। রুবেলকে আইবুড়ো ভাত দিতে শুটিং সেটে হাজির ছিল ধ্যাষ্টামো জেঠুও।
Instagram-এ এই পোস্টটি দেখুন