অবশেষে ‘নিম ফুলের মধু’র শেষদিনের শুটিং সারলেন অভিনেতা রুবেল দাস। গত ২২ শে ফেব্রুয়ারি শেষদিনের শুটিং সেরে ফেলেছেন সৃজন। এমনটাই জানা যাচ্ছে। এত বছরের জার্নিকে বিদায় জানালেন অভিনেতা। স্বাভাবিক ভাবেই মন খারাপ অভিনেতার। যদিও খুব শীঘ্রই রুবেল আবার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন।
রুবেলই নয়, সুত্রের খবর, আর কিছুদিনের মধ্যে শুটিং শেষ হবে নিম ফুলের মধুর। সেই খবরে বেজায় মন খারাপ দর্শকের।
দীর্ঘদিন ধরে এই মেগার সাথে কাজ করেছেন রুবেল, শুটিং সেটে বন্ধুত্ব, আড্ডা সবকিছু মিলিয়ে একটা পরিবার তৈরি হয়ে যায়। সেই পরিবারকে বিদায় জানাতে গিয়ে চোখে জল অভিনেতার।
শোনা যাচ্ছে, ২১ শে ফেব্রুয়ারি নতুন ধারাবাহিকের প্রোমোর শুটিং সেরেছেন রুবেল। খুব শীঘ্রই রুবেলের নতুন ধারাবাহিকের প্রোমো আসতে চলেছে পর্দায়।