নায়িকা থেকে আচমকাই সাইড নায়িকা! পার্শ্বচরিত্রে অভিনয় করার আসল কারণ জানালেন রোশনি তন্বী ভট্টাচার্য

রোশনি তন্বী ভট্টাচার্য

বাংলা টেলিভিশনের এরকম অনেক অভিনেত্রী রয়েছেন যারা একসময় নায়িকা হয়েই পর্দায় খ্যাতি লাভ করেছেন তবে বর্তমানে অভিনয় করছেন পার্শ্বচরিত্রে। তাদের মধ্যেই একজন হলেন রোশনি তন্বী ভট্টাচার্য। যাকে এই মুহূর্তে আপনারা চিরসখা ধারাবাহিকে মৌ এর ভূমিকায় অভিনয় করতে দেখছেন।

এর আগে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে অহনা ভিলেন চরিত্রে দারুণ জনপ্রিয়তা কুড়িয়েছেন। বর্তমানে বেশিরভাগ ধারাবাহিকে হয় ভিলেন নয়, পার্শ্বচরিত্রে দেখা যায়। তবে একসময় পর্দার নায়িকা হিসাবেই তাকে আপন করে নিয়েছেন।

হৃদয় হরণ বিএ পাশ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেই পরিচিতি লাভ করেছিলেন। তবে নায়িকা চরিত্র থেকে সরে এলেন অভিনেত্রী? এই নিয়ে একসময় আনন্দবাজার অনলাইনের এক সাক্ষাৎকারে আসল সত্যি ফাঁস করেন।

রোশনি জানিয়েছিলেন, ‘আমি অভিনেত্রী হতে চাই। তাই মুখ্য চরিত্রে অভিনয় না কি অন্য কিছু, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তাই খুব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। ভাল চরিত্রটাই আমার কাছে লক্ষ্য, বাকি কিছু নয়।’