আর বাংলা সিরিয়াল নয়, এবার হিন্দি সিরিয়ালে ডেবিউ করছেন রোশনী ভট্টাচার্য

রোশনী ভট্টাচার্য

বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ রোশনী ভট্টাচার্য। যাকে শেষবার চিরসখা’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। তার চরিত্রটি নেগেটিভ। যদিও বর্তমানে তাকে আর ধারাবাহিকে দেখানো হচ্ছে না।

তবে শোনা যাচ্ছে, এবার বাংলা নয়, রোশনীকে দেখা যাবে হিন্দি সিরিয়ালে ডেবিউ করছেন অভিনেত্রী। বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘পরশুরাম’ এর রিমেক তৈরি করা হচ্ছে। যার নাম ‘মিস্টার এন্ড মিসেস পরশুরাম’।

ব্লু প্রোডাকশনের ব্যানারে এই হিন্দি সিরিয়াল সম্প্রচার হবে স্টার প্লাসে। ধারারাবাহিকে মুখ্য চরিত্রে থাকবেন নীল ভাট এবং শাম্ভবি সিং। শোনা যাচ্ছে, এই রিমেক হিন্দি ধারাবাহিকে শীতল চরিত্রে অভিনয় করবেন রোশনী ভট্টাচার্য। এটি ধারাবাহিকের গল্পের গুরুত্বপূর্ণ খলচরিত্র।