
শেষ হল জি-বাংলার ‘অমরসঙ্গী’ ধারাবাহিকের শুটিং। দুপুরের স্লটে থাকা এই ধারাবাহিকের গল্প অবশেষে শেষ হতে চলেছে। তার মাঝেই ফের খারাপ খবর রয়েছে সিরিয়াল প্রেমীদের জন্য। জি-বাংলার পর এবার স্টার জলসার একটি ধারাবাহিক বন্ধের পথে।
চলতি বছরে নতুন একগুচ্ছ মেগার আগমনে সব ওলট পালট। বনেস কিছু পুরনো ধারাবাহিককে বিদায় নিতে হয়েছে পর্দা থেকে। এবার টিআরপি কম থাকার কারণে শোনা যাচ্ছে বন্ধ হয়ে যাবে স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা ‘রোশনাই’।
অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী অনুষ্কা গোস্বামীর হাত ধরে এই ধারাবাহিক জলসার পর্দায় শুরু হয়েছিল। বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছিল। তবে মাঝপথে নায়িকা বদল হওয়ায় অনেকেই ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে নেন। ফলে টিআরপি আরও খারাপ হয়ে পড়ে। তবে এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি বন্ধ করে দেওয়া হবে এই মেগাকে। তার জায়গা অন্য মেগা আনা হবে। যদিও এখনো পর্যন্ত অফিশিয়ালি ঘোষণা হয়নি।