খারাপ খবর! মাত্র ৭ মাসেই আচমকাই বন্ধ হল স্টার জলসার জনপ্রিয় মেগা, বেজায় মন খারাপ ভক্তদের

রোশনাই

অবশেষে বন্ধ হল স্টার জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘রোশনাই’। শুরু থেকেই মিশ্র ফলাফল পাচ্ছিল এই মেগা। অভিনেত্রী অনুষ্কা গোস্বামী এবং শন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয় এই মেগা।  লীনা গাঙ্গুলির হিন্দি সিরিয়াল ‘ঝনক’ এর অনুকরণে তৈরি এই ধারাবাহিক।

অনুষ্কা থাকাকালীন এই ধারাবাহিক আলাদা ক্রেজ তৈরি করেছিল তবে তিনি মেগা থেকে সরে যাওয়ায় একটু হলে টিআরপি কমে। অনুষ্কার পরিবর্তে নায়িকা হয়ে এসেছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা লেপচা। এতদিন তাকেই দেখা যাচ্চিল নায়িকা হিসাবে।

টিআরপি কম থাকায় অবশেষে মাত্র ৭ মাসেই বন্ধ হল এই মেগা। গতকাল শেষ হয়ে রোশনাই এর শুটিং। স্বাভাবিকভাবে মন খারাপ গোটা টিমের। বেজায় মন খারাপ ধারাবাহিকের ভক্তদেরও।

রোশনাই

আনন্দবাজার ডট কমকে তিয়াসা একরাশ মন খারাপ নিয়ে জানান “সকাল থেকে কোনও তাড়াহুড়ো নেই। কল টাইম নেই। আজকের সকালটা সত্যিই অন্য রকম। প্রতি দিন ১৪ ঘণ্টা শুটিং সেটেই কাটে আমাদের। একটা ছুটি পেলে ভাল লাগে। কিন্তু আবার কাজ একেবারে না থাকলে খুব মনখারাপ হয়।” দিনের বেশি সময়ই অভিনেত্রীরা কাটান তাঁদের রূপসজ্জার ঘরে। সেই ঘরের আয়না, চেয়ার, রূপসজ্জার জিনিসপত্র—সব কিছুর উপর মায়া পড়ে যায়। তিয়াসার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তিনি বললেন, “খুব মনে পড়বে আমাদের মেকআপের ঘরটা। ওখানেই তো সর্ব ক্ষণ থাকতাম। কত কত স্মৃতি। একসঙ্গে খাওয়াদাওয়া, গল্প করা। তবে পুরনো শেষ হয়ে নতুন আসার নামই তো জীবন।”