দুঃসংবাদ! মাতৃহারা রূপা গঙ্গোপাধ্যায়, মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

মাতৃহারা রূপা গঙ্গোপাধ্যায়

স্বাধীনতা দিবসের দিন, একদিকে যখন দেশের স্বাধীনতার উদযাপন অন্যদিকে মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন রূপা গঙ্গোপাধ্যায়। মাতৃহারা হলেন  অভিনেত্রী। বহুদিন ধরে মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেত্রীর মা।

বার্ধক্যজনিত কারণে এক বেসরকারি হাসপাতালেও ভর্তি ছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

এই দুঃসংবাদ রুপা গঙ্গোপাধ্যায় নিজের ভাগ করে নেন সামাজিক পাতায়। সমাজমাধ্যমে পোস্ট করে জানান,  “মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে।” তার গোটা জীবন জুড়ে ছিলেন তার মা।

শোনা যায়, মায়ের সব কাজ একা হাতেই সেরেছেন অভিনেত্রী। মা ছিল তার জীবনের সব। মধ্যবিত্ত পরিবারে অভাবের মধ্যেও দিন কেটেছে কিন্তু অভিনেত্রীর মা কখনোই তাকে বুঝতে দেননি।