‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকের ১৪ বছর পর ফের একফ্রেমে বাহা-অর্চি ওরফে রনিতা-ঋষি

 রনিতা-ঋষি

স্টার জলসার আইকনিক পুরনো ধারাবাহিকের মধ্যে একটি হল ‘ইষ্টিকুটুম’। ২০১১ সালে স্টার জলসার পর্দায় শুরু  হওয়া এই মেগা বাংলা টেলিভিশনের মাইলস্টোন রচনা করেছিল। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী রনিতা দাস এবং অভিনেতা ঋষি কৌশিক। যদিও পরবর্তীকালে বাহা চরিত্রে রনিতা ছেড়ে যাওয়ার পর অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সেই জায়গায় আসেন।

সাঁওতালি মেয়ে বাহা একটি আইকনিক চরিত্র যা দর্শকেরা আজও মনে রেখেছেন। তবে বাহা-অর্চি’র জুটি বলতে প্রথমে মনে পরে রনিতা আর ঋষির কথা। ঋষি আর সুদীপ্তার জুটির চেয়ে রনিতা আর ঋষির জুটি খ্যাতি পেয়েছিল।

খুব শীঘ্রই নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা  ঋষি কৌশিক। জি-বাংলার নতুন চ্যানেল জি-বাংলা সোনার চ্যানেলে তাকে দেখা যাবে। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় এই চ্যানেলের লঞ্চের দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রনিতা দাস আর ঋষি কৌশিক। ১৪ বছর পর আবার মুখোমুখি তারা। একে অপরকে দেখে হাসি মুখে হাত মেলান এবং খোস মেজাজে গল্প করেন। পর্দার সেই গোল্ডেন জুটি বাহা-অর্চিকে বহু বছর পর একসঙ্গে দেখে  খুশির জোয়ারে ভেসে পড়েন নেটিজেনরা।